মেধাবীদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: রমেশ সেন

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০২:২১ পিএম, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯৬

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন এ দেশ তোমরা পরিচালনা করবে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।

শনিবার সকালে ঠাকুরগাঁও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে মানসম্পন্ন ও সময়োপযোগী উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিই পারে সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে সভ্যতাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ শতাংশ।

রমেশ সেন বলেন, আওয়ামী লীগ সরকারের মূললক্ষ্য দেশে একজন মানুষও যেন নিরক্ষর না থাকে। দেশের মানুষকে উন্নত শিক্ষা দেওয়ার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। অনেক মা-বাবা তার সন্তানদের পড়ালেখা করাতে পারেন না। তাই আমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। ফলে মা-বাবার ওপর থেকে বই কেনার বোঝা কমেছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষায় আগ্রহ বাড়াতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সমাজের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণের ওপর জোর দিয়ে সাংসদ রমেশ সেন বলেন, একটা সমাজে নারী-পুরুষের সমান অধিকার থাকা দরকার। একটা সমাজ গড়ে তুলতে চাইলে সবাইকে সুযোগটা করে দিতে হবে। এ সময় ছেলেদের পড়াশোনার দিকে আরও মনোযোগী হতেও তাগিদ দেন তিনি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৮০ লক্ষ ঠাকুরগাঁও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নির্মিতব্য চারতলা একাডেমিক ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। ভবনটি নির্মাণ হলে অসংখ্য শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।