স্কুল ছাত্রী হত্যার প্রতিবাদে মানাববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫৭১

টাংগাইলের সদর উপজেলার করটিয়ায় স্কুল ছাত্রী নাফিজা হত্যার প্রতিবাদে ও ঘাতক ড্রাইবারের ফাঁসির দাবিতে মানাববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে করটিয়ায় আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ ও এইচ এম ইন্সিটিউট স্কুল এন্ড কলেজ ও বাজার কমিটির উদ্দ্যেগে এ মানাববন্ধন ও বিক্ষোভ সমবেশ এর আয়োজন করা হয়।

এসময় বিক্ষোভ মিছিল টি করটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারের সামনে সমবেত হয়। এ সময় মানববন্ধন ও বিক্ষেভ মিছিলে উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাজাহান আনসারী করটিয়া ইউয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম,যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সেক্রেটারী শিবলু, ছাত্রলীগ নেতা রতন, আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ সভাপতি আলহাজ আনোয়ার হোসেন তালুকদার, অধ্যক্ষ খলিলুর রহমান খোকন সা’দত বাজার কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল। ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম আনসারী, দপ্তর সম্পাদক টিপু তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন করটিয়া বাজারে সকল অবৈধ দোকান পাট উচ্ছেদ করতে হবে, ঘাতক ড্রাইভারের ফাঁসি দিতে হবে, সকাল ০৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কোন প্রকার মাল বাহী ট্রাক চলাচল করা যাবে না, রাস্তার পাশে অবৈধ ভাবে গাড়ী রাখা যাবে না, নাফিজার পরিবারকে সরকারী ভাবে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে, যাত্রী ছাউনী ব্যবস্থা করতে হবে ও নিয়মিত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে। এসময় বিক্ষভে উত্তোজিত ছাত্ররা বাজারের অবৈধ দোকান পাট ভেঙ্গে দেয় এবং ২ দিনের আল্টিমেটাম দেয় সকল অবৈধ দোকান পাট না ভাঙ্গাহলে আরো বৃহতআকারের আন্দোলনের হুসিয়ারী দেয়।

এ বিষয়ে করটিয়া ইউনিয়ন চেয়ারম্যান উত্তোজিত ছাত্র ছাত্রীদের মাঝে আশ্বস দেন। অতিদ্রুত করটিয়ার অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে। পরে ছাত্র-ছাত্রীরা শান্ত হয়ে বাড়ী চলে যায়।

উল্লেখ ২৭ সেপ্টেম্বর করটিয়ায় স্কুল ছাত্রী নাফিজা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনার স্থলে নিহত হয়।