আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। সমাবর্তনে  সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। উপাচার্যের বাসভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হবে।
 
১০ম সমাবর্তনে অংশ নিতে ৬ হাজার ৯ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজুদ্দীন। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও লেখক সেলিনা হোসেনকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রাবিতে। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো- আজ দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল হলসমূহ তালা দেয়া থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এবং বিনোদপুর গেট খোলা থাকবে। কাজলা গেট, চারুকলা গেট স্টেশন গেট বধ্যভূমি গেট বন্ধ থাকবে, তবে সকল গেট দিয়ে সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটরা কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

জানানো হয়েছে, বিকালে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাজুয়েটরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তবে প্রবেশের ক্ষেত্রে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে আইডি কার্ড বহন করতে হবে। ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।