ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাত

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ পিএম, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৯

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ভারতের অভ্যন্তরে কোকরাদহ নামক স্থানে বুধবার বেলা সাড়ে ১১ টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উক্ত সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হোসেন বিজিবিএমএস এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন পাঞ্জিপাড়া ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাকেশ সিনা।

উক্ত সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি ও সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ এবং বিএসএফ এর পক্ষে আরো উপস্থিত ছিলেন,পাঞ্জিপাড়া ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস এইচ এস হিঞ্জালাল সিমিত, ও ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এসএইচ ইনেত রায়।

উক্ত সাক্ষাতের মাধ্যমে অধিনায়ক কর্তৃক নবাগত অধিনায়ককে বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে পরিচয় করিয়ে দেন এবং বিএসএফ কমান্ড্যান্ট বিদায়ী অধিনায়ককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

এছাড়াও, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ এর মধ্যে সকল ধরনের যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখার জন্য উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার মত পোষণ করেন।