মির্জাপুরে দক্ষ জনশক্তি সৃষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা


টাঙ্গাইলের মির্জাপুরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করণের লক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর সামাজিক প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মশালা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে কর্মশালায় বেকার যুবক ও যুবতিদের সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকমানের দক্ষ জনশক্তি সৃষ্টি ও তাদের কর্মসংস্থানে ব্যবস্থাকরণ বিষয়ক অবহিতকরণ বিষয়ে আলোচনা করেন সেইপ এর সুপারভিশন ও মনিটরিং কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল ইসলাম, সোস্যাল মার্কেটিং অফিসার মো. খোরশেদ আলম ও ফিল্ড মার্কেটিং অফিসার বিল্লাল হোসেন, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি শামসুল ইসলাম সহিদ, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, সমাজসেব অফিসার খাইরুল ইসলাম প্রমুখ
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ৩০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।