মির্জাপুরে ছাত্রলীগ নেতা
রানার চিকিৎসায় অর্থ দিল দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ


ক্যান্সারে আক্রান্ত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তাওহিদুজ্জামান রানার চিকিৎসার জন্য ছাত্রলীগ কেন্দ্রিয় সাধারন সম্পাদক গোলাম রব্বানীর হাতে অর্থ তুলে দিল দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
সোমবার সকালে দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ গোলাম রব্বানীর হাতির পুল এলাকার বাস ভবনে তার হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন। এসময় দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক উজ্জল আহমেদ, এলাসিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাভেল মিঞা ও সাধারন সম্পাদক রাজিব হোসেন উপস্থিত ছিলেন।
রানার পারিবারিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইল শাহজালাল (র.) মেডিকেল ইনস্টিটিউশন থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাস করা তাওহিদুজ্জামান রানা উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি উপজেলার মহেড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। রানার বড় দুই বোন রয়েছে। এক বোনের বিয়ে হয়েছে। সংসারে রানার বড় এক বোন ও মা-বাবা রয়েছেন।
বাবা আবুল হোসেন পেশায় একজন পশুচিকিৎসক। গ্রামে গ্রামে গিয়ে পশুচিকিৎসা করে যা আয় করেন তা দিয়েই সংসার চালাতে হয়। এর মধ্যে ছেলের গলায় ক্যান্সার ধরা পড়ায় আয়-রোজগার বন্ধ করে ছেলের সঙ্গে ভারতের হায়দরাবাদে রয়েছেন। একদিকে সংসার চালানো অন্যদিকে ছেলের চিকিৎসা সব মিলিয়ে রানার পরিবার এখন হতাশায় দিন কাটাচ্ছেন। তাওহিদুজ্জামান রানা বর্তমানে গলায় ও ঘাড়ে ক্যান্সারে (লিস্ফোমা) আক্রান্ত হয়ে ভারতের হায়দরাবাদের যশোদা হাসপাতালে চিকিৎসাধীন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক বলেন, রানার চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করার জন্য দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ। আমি টাকাগুলো রানার পরিবারের কাছে পৌছে দিব। রানার চিকিৎসায় যেন আরো আর্থিক সাহায্য করা যায় সে জন্য ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করবো।