ইসরাইলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ এএম, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪৪১

দখলকৃত গাজায় ইসরাইলি সৈন্যদের গুলিতে আবু সাদেক (২১) নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

গাজার কাছে ইসরাইলি সীমান্ত এলাকায় সোমবার সহস্রাধিক ফিলিস্তিনি নিজ গৃহে ফিরার দাবিতে বিক্ষোভ মিছিলে ইসরাইলি সেনারা এতে নির্বিচারে গুলি চালায়। খবর আলজাজিরার। এতেই ঘটনাস্থলে ওই ফিলিস্তিনি যুবক প্রাণ হারান। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। খবর আলজাজিরার।

আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় শতাধিক নিরপরাধ ফিলিস্তিনিকে প্রাণ দিতে হলো ইসরাইলি সেনাদের গুলিতে।