টাঙ্গাইলে মীনা দিবস-২০১৮ উদযাপন


'মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে 'মীনা দিবস' ২০১৮ পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
এসময় তিনি বলেন আজ মিনা দিবসে আমরা মিনা থেকে শিক্ষা নেই কোন শিশুকে অবহেলা না করে শিশুরা যেন ভবিষ্যতে সন্দুর পরিবেশে বেড়ে উঠতে পারে সেই লক্ষে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তাহলে আমরা দেশ ও জাতি হিসাবে বিশ্বে দরবাবের মাথা উঁচু করে দাড়াতে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন আশরাফী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লায়লা আক্তার লিপি প্রমুখ।