রত্নগর্ভা মায়েদের সন্তানেরাই বর্তমানে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছে- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ৮৭১

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন রত্নগর্ভা মা দের সন্তানেরাই বর্তমানে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছে। শিক্ষিত, মার্জিত, রত্নগর্ভা মায়েরা দেশকে সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারেন।

এ ক্ষেত্রে তিনি সরকারের ভূমিকা উল্লেখ করে বলেন- সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জয়িতাদের খুঁজে বের করে তাদের সম্মাননা ও যথার্থ মর্যাদা দিয়ে আসছে।

আজ রবিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবনের শুভ উদ্বোধন ও ১১নং কাতুলী ইউনিয়নের রত্নগর্ভা মা দের সনদ প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি রত্নগর্ভা মাদের হাতে ক্রেষ্ট, সম্মাননা সনদ, ফুল, উপহার তুলে দেন। বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নরু মোহাম্মদ এর সভাপতিত্বে আরোও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান আনসারী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক,টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী,সদর থানা প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন,হুগড়া ইউনিয়নের -চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা,আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলু,কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব আলী ও সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস প্রমুখ।