শিবগঞ্জে নারীসহ ২ জন গ্রেপ্তার

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২২ পিএম, রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ৫৫০

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ৪০ বোতল ফেন্সিডিল ও দেড় (১.৫) কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নারীসহ ২ জনকে গ্রেপ্তার হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মোকামতলা  পুরাতন পুলিশ  ফাঁড়ির সামনে থেকে তাদের  অাটক  করা হয়।

জানা যায়,  কুড়িগ্রাম ও রংপুর থেকে বগুড়াগামী এসএসপি ও পথের সাথী পরিবহনের পৃথক দুটি যাত্রীবাহী বাস তল্লাশী করে উক্ত পরিমান ফেন্সিডিল-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে  অাটক  করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-  দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত মমিনুল মিয়ার স্ত্রী বেবি আক্তার (৪৮) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পুর্ব ধনীরাম গ্রামের তাহের আলীর ছেলে রাসেল (২৩)।

এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান বলেন, এ এলাকায় পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  অাইনে  মামলা দায়ের করা হয়েছে।