জনগণ দেশের স্বার্থে সবসময়ই অত্যন্ত সক্রিয়- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৬৬২

টাঙ্গাইল সদর -৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন বাংলাদেশের জনগণ দেশের স্বার্থে সবসময়ই অত্যন্ত সক্রিয়। চলমান উন্নয়ন প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা এবং যথাযথ সমন্বিত উদ্যোগ।

কাজে এই গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে বাংলাদেশের জনগণকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

আজ শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চকগোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসমূহ অর্জনে সাফল্য দেখিয়েছে।

এবং জাতীয় আয় ও বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে সমর্থ হয়েছে। বাংলাদেশের উত্তরণ ঘটেছে নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা প্রমুখ।