টাঙ্গাইলে নাবিল পরিবহনের চলন্ত বাসে আগুন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:০৪ এএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৫১৭

টাঙ্গাইলে নাবিল পরিবহনের একটি বাস রাস্তায় চলা অবস্থায় হঠাৎ করে আগুন ধরে যায়।

শুক্রবার সন্ধ্যা দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। বাসটির একটি অংশ পুড়ে গেছে।

এ ঘটনার পরে মহাসড়কে প্রায় ২০ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বাসটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো বলেন, এর আগে বিকেলে ওই বাসটি সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়লে সেখানে সকল যাত্রীদের নামিয়ে ঢাকার উদ্দেশ্যে রউনা হয়।