লালপুরে র্যাবের অভিযানে ট্রেনের চোরাই তেলসহ ৩ জন আটক
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন এলাকায় বুধবার রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার ৫শ ৩০ লিটার তেলসহ ৩ জনকে আটক করেছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আজমল হোসেন নেতৃত্বে বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে আজিমনগর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫শ ৩০ লিটার তেল সহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো লালপুর উপজেলার বাওড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮), কালুপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল (৪৪) ও সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮)। এসময় ট্রেনের চোরাই জ্বালানী তৈল পেট্রোল-৬ শ লিঃ, ডিজেল-২শ লিঃ, কেরোসিন-৪শ লিঃ, মবিল-১২শ লিঃ, মিশ্রিত-১শ৩০ লিটার সহ মোট ২ হাজার ৫ শ ৩০ লিটার তৈল উদ্ধার করা হয়।
এঘটনায় লালপুর থানায় একটি মামলা হয়েছে।
