টাঙ্গাইলে যমুনায় ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলানো শুরু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া এলাকায় জিও ব্যাগ ফেলানো হচ্ছে। যমুনার ভাঙ্গন হতে রক্ষা করতে বালির বস্তা দিয়ে বাধ নির্মান কাজ শুরু করছে পানি উন্নয়ন বোর্ড।
আজ কুঠিবয়ড়া এলাকায় জিও ব্যাগ দিয়ে কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন ঢাকা বোর্ডের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম, তিনি বলেন ভাঙ্গনের খবর পেয়ে ঢাকা থেকে টাঙ্গাইলে এসেছি। ভাঙ্গনরোধে তাৎক্ষনিকভাবে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলানো হবে।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।