বাগাতিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উন্নয়ন সভা


বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার বড়বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান।
৩নং ওয়ার্ড মেম্বর গোলাম রব্বানীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবর, বড়বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকছেদ আলী, নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) আবুল কাশেম, শিক্ষক (অবঃ) সেকেন্দার আলী, ইউসি সদস্য আব্দুল্লাহ, শহিদুল ইসলাম মধু, রুলিয়া খাতুন সহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী-পেশাার ব্যাক্তিগণ।
ওয়ার্ড এলাকার বিভিন্ন রাস্তা পাকাকরণ, সোলার লাইট ও গভীরনলক‚প স্থাপনের দাবি জানান স্থানীয় জনগণ।