শিবগঞ্জে বিএনপি অফিস থেকে ১৯টি ককটেল ও ২টি ছুরি উদ্ধার

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৮ পিএম, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৪৩
বগুড়ার শিবগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় থেকে ১৯টি ককটেল ও ২টি ছুরি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
 
সোমবার দিবাগত রাত সাড়ে দিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
 
পুলিশ ধারনা করছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি ককটেল ও দেশীয় অস্ত্র জমা করে রেখেছে।
 
গতকাল মঙ্গলবার বিকেলে এ নিউজ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এদিকে চাঞল্যকর এ ঘটনায় বিএনপি জামায়াত নেতা কর্মীরা গ্রেফতার অাতঙ্কে রয়েছে।
 
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে অালম জানান, দলীয় কার্যালয়ে ককটেল পাওয়ার ঘটনা পুলিশের সাজানো নাটক। এবিষয়ে কিছু জানিনা।
 
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত দোষী ব্যাক্তিদের অাইনের অাওতায় অানা হবে।