যশোরে ছুরিকাঘাতে আহত ৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, রোববার, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ৫৯৬

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, রেলগেট তুলাতলা এলাকার আব্দুল আলিমের ছেলে সাগর হোসেন(২৫), একই এলাকার ফারুক হোসেনের স্ত্রী জাহানারা বেগম(৬৫) এবং আব্দুস সাত্তারের স্ত্রী লেবু বেগম(৬৫)।

শনিবার দিনগত রাত ৮টার দিকে শহরের রেলগেট ইসমাইল কলোনিতে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ঘটনাটি জানতে পেরে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে।