টাঙ্গাইলে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষপূর্তি পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৬৩৭

নানা আয়োজনেরর মধ্যদিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের প্লে-শ্রেনীর ৩০জন শিশুকে, তাদের ইচ্ছেমত ছবি আঁকতে দেয়া হয়। প্রতিযোগিদের মাঝ থেকে পাঁচজনকে বিজয়ী ঘোষনা করে সকল অংশ গ্রহণকারীদের পুরস্কার দেয়া হয়।

শিশুদের হাতে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার ফোরামের সাধারণ সম্পাদক ও এনটিভি’র টাঙ্গাইল স্টাফ করেসপনডেন্ট মহব্বত হোসেন, টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি তুহিন খান।

ঐদিন বিকালে প্রেসক্লাব বঙ্গবন্ধু ভি আই পি অডোটরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নির্বাচিত পাঁচজনকে বাংলাদেশের খবর পত্রিকার লোগো সম্বলিত ক্রেস্ট বিতরণ, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা কিøনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম. শিবলী সাদিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি শামছাদুল আখতার শামীম ।

উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ।