টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৭৩৬

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আশরাফুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (১৭) নামে অারেক তরুণ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মধুপুর সাগরদীঘি রোডে মোটেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ঘাটাইল উপজেলার তালতলা নতুন বাজার এলাকার ফারুক হোসেনের ছেলে। আহত রাকিব একই এলাকার  আব্দুল কাদেরের ছেলে।

মধুপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়েছে।