মহেশখালীর ইউএনও'র বিদায়-বরন অনুষ্ঠান সম্পন্ন
কক্সবাজারের মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে মোহাম্মদ জামিরুল ইসলামের যোগদান করেছেন। মোহাম্মদ আবুল কালাম এর পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে বিদায় ও নবাগতের বরণ উপলক্ষে অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে মহেশখালী প্রেসক্লাবে অনুষ্টিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রোকনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.সালামত উল্লাহর পরিচালনায় অনুষ্টিত হয়। বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি হাসান মারুফ রাহাত, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ এ সময় সভায় উপস্থিত ছিলেন।
বিদায়-বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, বাংলাদেশ বেতার মহেশখালী প্রতিনিধি আমিনুল হক, সাবেক সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ।
এ ছাড়া ও সাংবাদিক সাহাব উদ্দিন, সহ-সভাপতি ছৈয়দ মোস্তফা আলী (বিডিয়ার), সাংবাদিক মকছুদুর রহমান, আব্দু রশিদসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
