কক্সবাজার পৌরসভায় মাহবুব, হেলাল ও পাখি প্যানেল মেয়র নির্বাচিত


কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল মেয়র নির্বাচিত হয় সাধারনত কাউন্সিলরদের ভেতর থেকে।শনিবার সকালে পৌরবাসীর মধ্যে ছিল অন্যরকম উৎসবের আমেজ। কে হচ্ছেন প্যানেল মেয়র-১ তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা।
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান হয় সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীকে প্যানেল মেয়র-১ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পৌর এলাকার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর আমেজ।
এ ছাড়া প্যানেল মেয়র-২ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ নং ওয়ার্ডের দুই বারের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ১১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর কাজী মোরশেদ আহামদ বাবু, ২নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান ও ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদার।
এতে সমঝোতার মাধ্যমে হেলাল উদ্দিন কবিরকে প্যানেল মেয়র-২ হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে প্যানেল মেয়র-৩ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মহিলা কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার ও নাসিমা আক্তার বকুল।
এদের মধ্যে সবোর্চ্চ ৫ পেয়ে প্যানেল মেয়র-৩ হিসেবে নির্বাচিত হন ১, ২ ও ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত মহিলা কাউন্সিলর শাহেনা আক্তার পাখি।
তাছাড়া ইয়াছমিন আক্তার ও নাসিমা আক্তার বকুল পান ৪ ভোট করে আর জাহেদা আক্তার পেয়েছেন ৩ জন। পরে নির্বাচিত ৩ জন প্যানেল মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান।
এ সময় সকল কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে প্যানেল মেয়র-১ নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী সাংবাদিকদের সামনে মেয়র মুজিবুর রহমানসহ সকল কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, প্যানেল মেয়র-১ নির্বাচিত হওয়ায় পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পৌরসভার উন্নয়নে সফলতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।