মিসরে ব্রাদারহুডের ৭৫ নেতাকর্মীর মৃত্যুদণ্ড


২০১৩ সালে মিসরের রাজধানী কায়রোতে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের কয়েকজন সিনিয়র নেতাসহ ৭৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
মুসলিম ব্রাদারহুড মোহাম্মদ বেলতাগি ও নেতা এসাম এল-এরিয়াকে মৃত্যুদণ্ড এবং দলটির আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া শাওকান নামে পরিচিত প্রখ্যাত চিত্রসাংবাদিক মাহমুদ আবু জেইদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
২০১৩ সালে শাওকান কায়রোতে হত্যাযজ্ঞের ছবি তোলার সময় গ্রেফতার হয়েছিলেন।
২০১৩ সালে কায়রোর রাবা আল-আদাউইয়া স্কয়ারে একটি গণবিক্ষোভের জেরে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এবং মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির বিপক্ষে ও পক্ষে বিক্ষোভ চলতে থাকে।
এমন পরিস্থিতিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা কমপক্ষে ৮০০ মানুষকে হত্যা করে।