টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
শনিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষকমÐলী, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সকল স্তরের জনগণ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আশরাফুল মমিন খান, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক একেএম বজলুর রশীদ তালুকদার, মে.জে. (অব.) মাহমুদুল হাসান আদর্শ কলেজের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বায়েজিদ আহমেদ প্রমুখ আলোচনায় অংশ নেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ আলোচনায় অংশ নেন।
বক্তারা দক্ষতা শিক্ষার উপর জোর দিয়ে বলেন, শুধু সাক্ষর হলেই চলবেনা বরং দক্ষতা শিক্ষার মাধ্যমে নিরক্ষরদের কর্মায়ন নিশ্চিত করতে হবে। এজন্য সরকারের গৃহীত জীবনব্যাপী শিক্ষার আওতায় এনে সকল নিরক্ষরকে উপযুক্ত ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা এসডিজি-৪ অর্জন ও মানসম্মত শিক্ষার উপর জোর দেন।
আলোচনা সভাশেষে প্রতিপাদ্য বিষয়ের উপর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হচ্ছে ‘গ’ গ্রুপে প্রথম-তন্নী আক্তার (কুমুদিনী সরকারি কলেজ), দ্বিতীয়-নূর মোহাম্মদ সাকিব (বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ) এবং তৃতীয়-সুমাইয়া আক্তার লিজা (কুমুদিনী সরকারি কলেজ)।
‘খ’ গ্রুপে প্রথম- অবন্তী মালাকার সৃষ্টি (বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), দ্বিতীয়- ফিরোজ আহম্মেদ সিয়াম (বিবি সরকারি বালক উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয়- আনিকা নিশাত শশী (টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়)।
‘ক’ গ্রুপে প্রথম নুসরাত জাহান নাবিলা (বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), দ্বিতীয়- হুজায়ফা নাজনীন লাবিবা (বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) ও তৃতীয়-ইসরাত জাহান ইভা (পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়)।