লালপুরে অস্ত্রসহ যুবক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ পিএম, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫২

নাটোরের লালপুরে দেশীয় তৈরী একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ সোহাগ ওরফে লোহা সোহাগ (৩৩) নামের এক যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ।

সোহাগ উপজেলার গৌরীপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বুধবার রাতে গোপান সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।