ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় আহত ১৭

হাফিজুর রহমান, মধুপুর.(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫১ পিএম, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪১৯

টাঙ্গাইলের ধনবাড়ীর হাজরাবাড়ী কয়াপাড়া নামক স্থানে গতকাল বুধবার দুপুরে বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষ হয়েছে।

ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান,একটি রিক্রাকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর দিক জামালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো পণ্যবাহী ট্রাক ধনবাড়ীর হাজরাবাড়ী কয়াপাড়া নামক স্থানে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে।

এতে প্রায় বাসের ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুত্বর। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিভের লোকজন উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এ চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।