জাতীয় পার্টির মনোনয়নের অন্যতম দাবীদার.. মোজাম্মেল হক
 
												 
																			জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন মোজাম্মেল হক।
টাঙ্গাইলে জাতীয় পার্টি ও মোজাম্মেল হক দুজন দুজনের কাছে ঋণি। পলী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেন।
ক্ষমতা হস্তান্তেরের পর মুহুর্তেই টাঙ্গাইলে বিএনপি মহড়ায়-নিরালা মোড় সংলগ্ন জেলা জাতীয় পার্টির কার্যালয়ে চেয়ার-টেবিলসহ সবকিছু আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং জেলা জাতীয় পার্টির অফিস তালাবদ্ধ করে রাখে।
তালাবদ্ধ থাকা অবস্থায় জাতীয় পার্টির সকল কার্যকম অচল হয়ে পড়ে। অচল অবস্থায় কাটানোর জন্য তৎসময়ের সভাপতি ও সম্পাদক বুলবুল খান মাহাবুব ও আব্দুস সালাম চাকলাদার ও বিগ্রেডিয়ার ফজলুসহ অন্যান্য নেতৃবৃন্দ জনাব আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক সাহেবকে শহর জাতীয় পার্টির সভাপতি হিসাবে যোগদানের মধ্যে দিয়ে এই অচল অবস্থা নিরসনের দায়িত্ব দেয়।
সে সময়ে ভীতিকর অবস্থায় কোন নেতা তো দূরের কথা একজন কর্মীয় রাস্তায় বের হতে আতষ্কবোধ করতো। বর্তমান জেলা জাতীয় পার্টির সাধারন সম্পদক সে শহর জাতীয় পার্টির সভাপতি পদে বিপুল সংখ্যক কর্মী বাহিনী যোগদান পূর্বক জাতীয় পার্টির অফিসে তালা ভেঙ্গে বজ্রকন্ঠে এরশাদ মুক্তির সংগ্রামের জন্য বিক্ষোভ মিছিল বের করে শহরের মেইন রোডগুলো প্রদক্ষিণ করে। নতুন করে যাত্রা শুর“ হল টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির।
আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক ব্যক্তি হিসাবে সৎ ও সু-পরিচিত মানুষ। যা বর্তমান সকল রাজনৈতিক দলেই তার নাম বিত্তমান আছে। রাজনৈতিক সুবিধা তিনি কখনও পাননি বরং রাজনৈতিক কর্মকান্ডে তিনি ব্যাপক শ্রম ও অর্থ সহযোগীতা দিয়েছেন - আজও দিচ্ছেন।
১৯৯৫ সালে আলহাজ্ব আবুল কাশেম সাহেবকে তিনি জাতীয় পার্টিতে যোগদান করিয়েছেন। এরকম অসংখ্য যোগদান কর্মসূচি আজও অব্যাহত আছে। নির্বাচনী ভূমিকায়ও তিনি উলেখযোগ্য ভূমিকা রাখার একমাত্র দাবীদার।
স্মৃতিচারন করতে গিয়ে : আত্মত্যাগী এই নেতা –বলেন এত কিছু করেও বিনিময়ে যে মিথ্যাচার আর ষড়যন্ত্রের আঘাত পেয়েছি। তাতে দলে থাকার কথা না।
তিনি বলেন, সুশাসন, জনগনের সক্ষমতা ও ক্ষমতায়ন হবে এই অগ্রযাত্রার মূল মন্ত্র।
অতিতের অন্ধকার ঘুচিয়ে বাংলাদেশকে আলোকজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেয়ার জন্য আগামী নির্বাচনে তাকে সমর্থন দেয়ার আহবান করেছেন। তিনি হুসেইন মুহাম্মদ এরশাদ আদর্শের প্রতি আমি অনুগত এবং বিশ্বাস করি আমার রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক , ধর্মীয় ও দলীয় ক্ষেত্রে বিচার করলে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তিও আমি। ।
 
                         
 
            