ঝিনাইদহে এক জামায়াত কর্মীসহ ৫৮ জন গ্রেফতার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ পিএম, রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | ৪৩৪

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১ জামায়াত কর্মীসহ ৫৮ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এর অংশ হিসেবে গেল রাত থেকে আজ সকাল পর্যন্ত সদর থেকে ২৬, শৈলকুপা থেকে ১১ জন, হরিণাকুন্ডু থেকে ৫, কালীগঞ্জ থেকে ৫, কোটচাঁদপুরে ১ জামায়াতসহ ৭ ও মহেশপুরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও কালীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৫০ রাউন্ড গুলি।