সেনাবাহিনীতে যোগদানের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারিত করে ছয় লক্ষ টাকা আত্মসাৎ

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৬ পিএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৮১৬
সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারিত করে ছয় লক্ষ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় র‌্যাব-১৩ এর কাছে লিখিত অভিযোগ করেছে ভোক্তভুগি পরিবার।
 
শনিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর র‌্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আহসান হাবীর নিশ্চিত করে বলেন র‌্যাব-১৩ অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত শুরু করেছে।
 
অভিযোগ সুত্রে পাওয়া গেছে ঠাকুরগাও জেলা সদরের শুখানপুখুরী ইউনিয়নের পূর্ব-শুখানপুকুরী গ্রামের সফিউল ইসলামের ছেলে সুমন সেনাবাহিনীর সৈনিক পদে সাভার ক্যান্টনমেন্ট আর্টিলারী কোরে কর্মরত আছেন। সৈনিক সুমন ছুটিতে গ্রামের বাড়ীতে এসে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে সেনাবাহিনীতে চাকুরী প্রাথী সোহেল রানার সাথে পরিচয় হয়।
 
সেই পরিচয়ের পর সৈনিক সুমন সেনাবাহিনীতে চাকুরী পাইয়ে দিতে পারবে বলে ৮ লক্ষ টাকা চুক্তি হয়। গত ২৮ এপ্রিল ২০১৮ ইং তারিখে সৈনিক সুমনের বাবা সফিউল ইসলাম চাকুরী প্রার্থী সোহেল রানাকে সাথে নিয়ে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়ে ১৫ হাজার টাকার বিনিময়ে মেডিক্যাল করিয়ে দেয় এবং সেনাবাহিনীর চাকুরীর জন্য ফিট বলে জানিয়ে দেয়।
 
এরপর চাকুরী প্রার্থীর শিক্ষা জীবনের এসএসসি পাশের মুল সনদপত্র ও নম্বরপত্র জমা নেয় সৈনিক সুমন নির্দেশে তার বাবা সফিউল ইসলামসহ প্রতারক চক্রের অন্য সদস্যরা । এর পর চুক্তি মোতাবেক সেনাবাহিনীর যোগদানের জন্য ভুয়া যোগদানপত্র প্রদান করে সৈনিক সুমনের নির্দেশ মোতাবেক তার বাবা সফিউল ইসলাম ৬ লক্ষ টাকা গ্রহণ করে । ৬ লক্ষ টাকা গ্রহণের সৈনিক সুমনের বাবা সফিউল ইসলাম চাকুরী প্রার্থী সোহেল রানার হাতে ভুয়া নিয়োগপত্র প্রদান করে । ভুয়া নিয়োগ পত্রে ট্রেড-১ এ বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির জন্য চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হল ২১ জুলাই ২০১৮ ইং তারিখে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেয় ।
 
ভুয়া নিয়োগপত্র অনুযায়ী ১৬ ই জুলাই ২০১৮ইং তারিখে ঢাকা কচুক্ষেত ক্যন্টনমেন্ট এ গেলে প্রদানকৃত যোগদানপত্রটি সৈনিক সুমনের বাবা সফিউল ইসলাম ভুয়া যোগদানপত্র বলে জানায় এবং তাৎক্ষণিকভাবে ক্যান্টনমেন্ট এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে অন্যথায় পুলিশের হাতে গ্রেফতার হতে পারে বলে ভয় দেখায়। পরে চাকুরীপ্রার্থী ভুয়া যোগদানপত্র সাথে নিয়ে গ্রামের বাড়ীতে চলে আসে।
 
দিনাজপুর র‌্যাব-১৩ কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব বলেন সেনাবাহিনীতে চাকুরী প্রার্থী সোহেল রানা স্বাক্ষরিত একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর পরই বিষযটি খতিয়ে দেখা শুরু হয়েছে। আর সাভার ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক সুমনের ব্যাপারে রংপুর সেনানিবাসের অফিসার কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। সেনাবাহিনীর সুনাম বিনষ্টকারী সৈনিক সুমনের বিরুদ্ধে ব্যবস্থাসহ সকল প্রতারক চক্রকে আটকের চেষ্টা শুরু হয়েছে।