নিয়ামতপুরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্নমিলনী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় নিয়ামতপুর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বারের সফল সাবেক জাতীয় সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক ছাদেরুল আলম চৌধুরী, যুগ্ন-সম্পাদক চপল চৌধুরী সাংগঠনিক মোস্তফা কামাল, সদর ইউনিয়ন সভাপতি বাদশা চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমিনুল , এমরান, খলিল, যুবদল সভাপতি মঞ্জরুল আলম, সম্পাদক মোস্তাক, ছাত্রদল সভাপতি মহিদুল চৌধুরী, সম্পাদক মোবাচ্ছের আলী আরিফুল প্রমুখ।
এসময় দলের সকল নেতাকর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।