চকরিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সাফিয়া খাতুন

এম, জুনাইদ উদ্দিন, চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫০ পিএম, শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮ | ৫৩৩
চকরিয়া-পেকুয়ার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা চকরিয়া-পেকুয়ার সংরক্ষিত আসনের  সাবেক সাংসদ, চকরিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাফিয়া খাতুন চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়, শাহ ওমর(র:) র মাজার জিয়ারত এবং মানিকপুরে জাতীয় শোক দিবস পালন অনুষ্টানে যোগদানের মধ্য দিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। 
 
চকরিয়া প্রেসক্লাবের মতবিনিময় সভায় সাফিয়া খাতুন আগামী সংসদ নির্বাচনে নিজেকে চকরিয়া-পেকুয়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী বলে আত্মপ্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা করলে তাঁকে মনোনয়ন দিতে পারেন। এবং তিনি আগামী সংসদ নির্বাচনে এই এলাকার সংসদ সদস্য প্রার্থী হবেন।
 
এ নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে একাট্টা হয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিগত সময়ে তার উন্নয়ন কর্মকান্ড হয়েছে তার ফিরিস্তি  জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দেশের চলমান উন্নয়ন ও সমৃদ্ধি আরো তরান্বিত করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ ক্ষেত্রে গনমাধ্যম কর্মীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসনটি যাতে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া যায় সে লক্ষ্যে সবাইকে একাট্টা হয়ে কাজ করতে হবে।
 
জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই ঐক্যবদ্ধ  হয়ে কাজ করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হবে, ২০২১সলের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বে সংযুক্ত হবে। এজন্য জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
 
৩০ আগষ্ট সকালে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদীর চিরিঙ্গাস্থ বাসভবনে চকরিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
 
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের উপদেষ্টা, জাতীয় প্রেসক্লাবের সদস্য সৈয়দা রাজিয়া মোস্তফা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিক শিরীন রোকসানা, সাংগঠনিক সম্পাদিকা দিলারা জামান শেলী, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া আক্তার ইভা, চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জন্নাতুল বকেয়া রেখা, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি আওয়ামীলীগ নেতা রুস্তম গনি মাহমুদ, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ উদ্দিন, প্রেসক্লাবের  সহ সভাপতি অধ্যাপক জেপুলিয়ন দত্ত, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক জিয়াবুল হক, সহ সভাপতি শাহ আলম, প্রচার সম্পাদক শাহাদাত আলী জিন্নাহ, সাংবাদিক মোঃ নুরুল আজিম, সাংবাদিক নজরুল ইসলাম মুজিব সহ চকরিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ।
 
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে চকরিয়া উপজেলার কাকারা শাহ ওমরের মাজার জিয়ারত করেন। মাজারে মুনাজাত শেষে খাদেমের সাথে সাক্ষাৎ করে মাজারের খবরাখবর নেন। এর পরে তিনি মানিকপুর উচ্চ বিদ্যালয়ে মাষ্টার বাদল শর্মার সভাপতিত্বে বঙ্গ বন্ধুর শাহাদত বার্ষিকি উপলক্ষে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান করেন।