সাপাহারে ভ্রাম্যমান আদালতে
দুই ক্লিনিকের ৯০ হাজার টাকা জরিমানা অন্যান্য ক্লিনিক বন্ধ


নওগাঁর সাপাহারে অসাস্থ্যকর পরিবেশ ও ডাক্তার-নার্স হিসেবে মিথ্যে পরিচয় দেওয়ার অপরাধে শাওন ডায়াগনিষ্টিক সেন্টার এন্ড ক্লিনিক ও জনসেবা ক্লিনিকের ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পাশের ক্লিনিক দি পপুলার বন্ধ থাকায় এবং সাথী সেবা হাসপাতাল ও ডয়াগনষ্টিক সেন্টার একটু দুরে হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের জরুরী কাজ থাকায় সে ক্লিনিক গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে পারেনি নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদরের শাওন ডায়াগনিষ্টিক সেন্টার ও ক্লিনিকের ৭০ হাজার ও জনসেবা ক্লিনিকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, সাপাহারে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।