কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সালমান দিলেন ১২ কোটি?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | ৩৯৯

কেরলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সমাজের সব স্তরের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও এগিয়ে আসছেন কেরলের মানুষকে সাহায্য করতে। কখনও কুণাল কাপুর কখনও সুশান্ত সিং রাজপুতরাও ১.২ কোটি, ১ কোটি করে অনুদান দিচ্ছেন, সেই সময় অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান-রাও কিন্তু পিছিয়ে নেই। কিন্তু,  কেরলের বন্যা দুর্গত মানুষকে সাহায্য করতে সালমান খান নাকি ১২ কোটির অনুদান দিয়েছেন?

সম্প্রতি বলিউড অভিনেতা জাভেদ জাফরি একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা 'বিয়িং সালমান'-এর তরফে নাকি কেরলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ১২ কোটির অনুদান দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, যিনি এই পরিমাণ সাহায্য করেন, তাঁর মধ্যে অন্যরকম কিছু রয়েছে। কত মানুষের ভালবাসা এবং আশির্বাদ নিয়ে তিনি চলেন। এরকম মানুষের ভাল যেন ভগবান করেন, এমনও টুইট করেন জাভেদ জাফরি।

 
জাভেদ জাফরির ওই পর পর দু'টি টুইটের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। সালমান কি সত্যিই ওই বিশাল অঙ্কের অর্থ সাহায্য কেরলের মানুষের জন্য করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এদিকে কেরলের বন্যার পর প্রায় ১০ দিন পর বিষয়টি নিয়ে টুইট করেন সালমান খান। কেরলের মানুষের পাশে যাতে সবাই দাঁড়ান, সে বিষয়ে আহ্বান জানান তিনি। পাশাপাশি যে বা যে সমস্ত সংগঠন কেরলের মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের পাশে সালমান খান সব সময় রয়েছেন বলেও ওই টুইটে জানান।

যদিও, কেরলের বন্যার ১০ দিন পর কেন সালমান খান ওই টুইট করলেন, তা নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করে। এমনকী, সালমান এতদিন ঘুমিয়ে পড়েছিলেন বলেও অনেকে মন্তব্য করতে শুরু করেন।