বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে নতুন রেকর্ড


গত ২৪ ঘণ্টায় যানবাহন পারাপারের নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট বড় বিভিন্ন ধরনের ৩২ হাজার ৪৩২ টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃৃষ্টি হয়।
এ দিকে ছোটবড় বিপুল সংখ্যক গাড়ি পারাপার হওয়ায় প্রায় ২ কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৩৯০ টাকার টোল আদায় করেছে করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত ঈদে ঈদ যাত্রায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ হাজার ৫০৭ টি যানবাহন পারাপার হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ছোটবড় বিভিন্ন ধরনের ৩২ হাজার ৪৩২ টি যানবাহন পারাপার হওয়ার মধ্যদিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে।