টাঙ্গাইলে ত্রায়কের উদ্যোগে মেহেদী উৎসব ও বস্ত্র বিতরণ

ঈদে পথ শিশুদের ‘মুখে হাসি ফুটালো’ ত্রায়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, সোমবার, ২০ আগস্ট ২০১৮ | ৪৮১

ঈদ মানে খুশি আর আনন্দ। এই ঈদে ধনী-গরীব সকলেরই চাহিদা থাকে নতুন জামা-কাপড় গায়ে দিয়ে ঈদ আনন্দে মেতে উঠতে। অনেকেরই ইচ্ছা থাকা সত্তেও আর্থিক দুর্বলতার কারণে সেই অভাব পূরণ হয় না। বাবা মায়েরাও পারেন না তাদের আদরের ছোট সন্তানদের মুখে হাসি ফুটাতে।

এরকম অবহেলিত অনেক শিশু মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে টাঙ্গাইলে ত্রায়ক নামের স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরের ত্রায়কের উদ্যোগে টাঙ্গাইল রাইফেল ক্লাবে মেহেদী উৎসব ও বস্ত্র বিতরণ এবং দুপুরের খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ত্রায়কের উপদেষ্টা ইউসুফ আশরাফী, সিরাজুল ইসলাম লিজু, প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সদস্য শোভন কুমার ঘোষ, আহ্বায়ক আতিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান দুখু, সাব্বির সিয়াম প্রমুখ। অনুষ্ঠানে নিজস্ব তহবিল থেকে ৮০ জন পথ শিশুকে মেহেদী, ঈদ বস্ত্র ও দুপুরের খাবার দেওয়া হয়।

এ বিষয়ে সোহাগ(৬) নামের এক পথ শিশু বলেন, হাতে মেহেদী ও নতুন জামা কাপড় পেয়ে আমার খুব ভাল লাগছে। নতুন জামা পড়ে ঈদে খুব আনন্দ করতে পারবো।

মো. ছানোয়ার মিয়া (৭) অপর পথ শিশু বলেন, আমার বাবা নেই মা অন্যের বাসায় কাজ করে। মা আমাকে বলেছিলো ঈদের সময় নতুন জামা কিনে দিবে। এখনও নতুন জামা কিনে দেয়নি বলে খুব মন খারাপ ছিলো। এখানে এসে নতুন জামা পেয়ে আমার খুব ভাল লাগছে।

মো. রাকিব মিয়া (৮) বলেন, আমি রাস্তায় ঘুরে বেড়াই। মাঝে মধ্যে অনেকেই আমাকে রুটি ও কলা কিনে দেয়। কিন্তু কখনও কারও কাছ থেকে নতুন জামা পাইনি। এখানে এসে বড় ভাইয়াদের কাছ থেকে তাও একটি নতুন জামা পেলাম।

এ বিষয়ে ত্রায়কের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সদস্য শোভন কুমার ঘোষ বলেন, আমাদের আশে পাশে অনেক শিশু অবহেলিতভাবে চলাচল করে। নিজের শিশুদের যত্ম নিলেও পথশিশুদের প্রতি আমরা অনেকেই নজর রাখি না। অবহেলা, অযত্ম, অনাহারের দিন কাটায় অনেক পথ শিশু। ধর্মীয় উৎসবসহ বিশেষ দিনগুলোতেও হাসি ফুটে না অনেক শিশুর মুখে। সেই পথ শিশুদের মুখে হাসি ফুটানোর ত্রায়ক নামের স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা (কোরবানীর ঈদ) উপলক্ষে পথ শিশুদের হাতে মেহেদী, নতুন জামা ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৯ এর ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ২০০৯ সালের ১৬ ডিসেম্বর ত্রায়ক নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করা হয়। তাদের নিজস্ব তহবিল হতে পথ শিশুসহ সমাজের অবহেলিত মানুষদের সহযোগিতা করা হয়ে থাকে।