নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার জেলা বিএনপি অফিসে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম বাচ্চু ও মোঃ রহিম নেওয়াজ, জেলা তাঁতীদলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফয়সাল আলম আবুল ব্যাপারী।
সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা এবং বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও নিঃশর্ত মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।