সাংবাদিক নাসির এর মায়ের ইন্তেকাল (ইন্নালিল্লাহে.....রাজেউন)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ১২৩০

মরহুম নিজাম উদ্দিনের স্ত্রী ও টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এটিএন বাংলা এবং বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক নাসির উদ্দিনের মা রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে.....রাজেউন।

আজ সকালে তিনি টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা সবুজবাগস্থ নিজ বাসভবনে খাদ্যনালিতে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃতুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়ে, নাতি ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, দৈনি কালের স্রোত পত্রিকার সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি রেফাজুর রহমানসহ কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সদস্যরা।

বাদ যোহর বেড়াবুচনা ঈদ মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান আলিম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মুসুল্লীরা।