ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু থেকে

নিহত জঙ্গির পলাতক স্ত্রী রুবিনা পারভীন গ্রেফতার

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০০ পিএম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৪৫১

ঝিনাইদহে অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর পলাতক স্ত্রী রুবিনা পারভীনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে শহরের মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবিনা পারভীন ঝিনাইদহ সদর উপজেলার ধান হাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুন্ডু এলাকা থেকে রুবিনা পারভীনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় অপারেশন ‘অপারেশন সাউথ প’ পরিচালিত হয়। এ বাড়ির মালিক ছিলেন জঙ্গি আব্দুল্লাহ।

অভিযানে ২০ টি রাসায়নিক কন্টেইনার, ৩ টি সুইসাইডাল ভেস্ট, ৮-১০ মাইন সদৃশ্য বস্তু, প্রচুর পরিমাণে ইলেকট্রিক সার্কিট, ১০০ প্যাকেট লোহার বল, ১৫টি জিহাদী বই, ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, প্রেসার কুকার বোম ১ টি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।