তথ্য না দেয়ায় অধ্যক্ষকে জরিমান

অালোকিত ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, রোববার, ৩০ জুলাই ২০১৭ | ৪৯৮
তথ্য অধিকার আইনে প্রার্থিত তথ্য না দেয়ায় এবং কারণ দর্শানো নোটিশের জবাব না প্রদান করায় এক অধ্যক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে শুনানি শেষে এ নির্দেশ দেয় তথ্য কমিশন। শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ। Bisk Club অভিযোগে জানা যায়, গত ৫ বছরে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার বোর্ড ফি বাবদ জনপ্রতি কত টাকা নেয়া হয়েছে এবং প্রকৃত বোর্ড ফি কত, বোর্ড ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কত টাকা নেয়া হয়েছে, কোন বিধি বলে নেয়া হয়েছে এবং সে টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে, কোন বিধিবলে প্রবেশপত্র ও পরীক্ষার কেন্দ্র খরচ বাবদ শিক্ষার্থীর কাছ থেকে অর্থ নেয়া হয়েছে, আদায়কৃত অর্থের ভাউচারের ফটোকপি প্রভৃতি তথ্য জানতে চেয়ে লক্ষ্মীপুরের চরশাহী ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষের কাছে আবেদন করেছিলেন কুতুব উদ্দিন নামে এক ব্যক্তি। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তথ্য না দেয়ায় আবেদনকারী পরবর্তীতে আপিল করেন। আপিল করেও তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। সূত্র জানিয়েছে, তথ্য কমিশন থেকে অধ্যক্ষকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না করার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তবে তিনি এই নোটিশের কোনো জবাব দেননি এবং শুনানিতে উপস্থিত হননি। ফলে কমিশন জরিমানা করেন এবং আগামী ১৪ কার্যদিবসের মধ্যে আবেদনকারীরকে চাহিত তথ্য প্রদানের নির্দেশ দেয়া হয়। তথ্য কমিশন আদালতে আজ ৭টি অভিযোগের শুনানি করে ৫টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। ২টি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়।