ড্রেনের ভেতর খেকে পাওয়া গেল সদ্যজাত শিশু
গীতা একজন গৃহিনী, তিনি জানিয়েছেন যে, ''আমি ওর নাম রেখেছি ''সুঁতিরম'' (স্বতন্ত্র), কারন ও স্বাধীনতা দিবসের দিনে আমার কোলে এসেছে..ও বাঁচার স্বাধীনতা লাভ করেছে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে।
