প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে

শামসুল হক কলেজের আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:২২ পিএম, সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৫০৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা শামসুল হক কলেজ সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসানিকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আজ সকালে কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে এলেঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর।

এসময় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য আব্দুল হালিম সরকার, কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া, অর্থনীতি বিভাগের প্রধান হাসান হাফিজুর রহমানসহ কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।