কালিহাতীতে আবুল কাশেমের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কাশেম আহম্মেদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট শনিবার দুপুরে কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে ও উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও প্রয়াত আবুল কাশেম আহম্মেদ’র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী বেনজীর আহমেদ টিটো, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, ডেপুটি কমান্ডার কৃষিবিদ মীর মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, কেন্দ্রীয় সাধু সংঘের সাধু রবীন্দ্র নাথ কর্মকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী ও কালিহাতী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে মোনাজাত করেন কালিহাতী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদুজ্জান।