নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত শিশু সুমাইয়া বাঁচতে চায়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৭ পিএম, শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ৫০৮

বগুড়ার নন্দীগ্রামে মরনব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সুমাইয়া বাঁচতে চায়। জানাযায়, উপজেলার রিধইল গ্রামের দরীদ্র দর্জী ফেরদৌস আলমের ৪ বছরের শিশু কন্যা সুমাইয়ার গত ৪ মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

আভাবের সংসারে দরীদ্র পিতা একমাত্র সন্তান কে বাঁচাতে সহায় সম্বল বিক্রি করে এতোদিন চিকিৎসার খরচ বহন করেছে। কিন্তু ধীরে ধীরে শিশু সুমাইয়া মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। দিন দিন তার শারিরিক অবস্থার অবনতি ঘটছে। মুখমন্ডল অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে। একমাত্র সন্তানের এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র পরিবারটি।

তার পিতা ফেরদৌস আলম কান্না ভরা বলেন, অভাবের সংসার আমার নুন আনতে পানতা ফুরায়। সামান্য দর্জীর কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই দায় হয়ে যায়। তারমধ্যে এক মাত্র সন্তানের এই অবস্থা। নিজের যা কিছু ছিলো তা বিক্রি করে মেয়ের চিকিৎসা করাচ্ছি। কিন্তু উন্নত চিকিৎসা না পেয়ে দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। তাকে উন্নত চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন।

কিন্তু দরিদ্র পিতার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তার মেয়ের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের নিকট সাহায্য প্রার্থনা করেছেন তিনি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সুমাইয়া বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে ডা: আতিকুর রহমানের চিকিৎসায় রয়েছেন। ফেরদৌস আলমের মোবাইল নং- ০১৭২৬-৬১৪৫৭৩