অধ্যপক ডা. কনক কান্তি বড়ুয়া

স্বাস্থ পরিচর্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের মত নার্সও গুরুত্বপুর্ণ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৮ পিএম, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮ | ৭১৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিম্বাবদ্যালয়ের উপাচার্য অধ্যপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব. মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলে ও দানবীর রণদা প্রসাদ সাহার নামে শপথ নিয়ে নার্সদের সেবা দেয়া উচিৎ। স্বাস্থ পরিচর্যার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের যে ভ’মিকা একজন নার্সেরও একই ভূমিকা।

শুক্রবার কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসের আনন্দ নিকেতনে আয়োজিত নার্সদের ক্যাপিং অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভাষা সৈনিক বিশিস্ট শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি ও কুমুদিনী নার্সিং স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রিনা ক্রুস।

এ সময় কুমুদিনী হাসপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম, দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধু রোকেয়া পদকপ্রাপ্ত শ্রীমতি সাহা ও রাজীব প্রসাদ সাহার সহধর্মিনী কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক সম্পা সাহা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ১৫০ জন নার্সকে ক্যাপ পরিয়ে দেন প্রধান অতিথি প্রফসর ডা. কনক কান্তি বড়ুয়া।