বাসাইল পৌরসভা নির্বাচন

চলছে মনোনয়ন প্রত্যাশিদের আগাম প্রস্তুতি

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬ এএম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৪৬২

সবকিছু স্বাভাবিক থাকলে ২০১৮ সালের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে বাসাইল পৌরসভা নির্বাচন।

এর মধ্যেই জমে উঠেছে মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারনা। ঈদ, পূজা, নববর্ষ সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক দিনগুলোতে পৌরবাসীকে শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন, পোষ্টার ও ফেজবুকের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীরা তাদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। অনেকেই আবার রাজনৈতিক পরিচয়ে সমাজ সেবায় ব্যাস্ত দিন কাটাচ্ছেন।

প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপির পাশাপাশি কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থীর প্রচার প্রচারনা লক্ষ করা যাচ্ছে। বড় দল দুটিতে একাধিক ব্যাক্তি মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছে।

ফলে চুড়ান্ত তালিকায় আওয়ামীলীগ ও বিএনপি হতে কে পাবে বাসাইল পৌরপিতার আসন জয়ের লড়াইয়ের টিকিট তা নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যেমন শঙ্কা রয়েছে তেমনি রয়েছে মনোনয়ন পাবার দৃঢ প্রত্যয়।

দলীয় প্রতীকে নিজেকে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই তৃণমূল থেকে কেন্দ্র পযর্ন্ত দৌড়ঝাপ শুরু করেছেন। একই দলের একাধিক ব্যাক্তি দলীয় ব্যানারে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সাধারন ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক প্রার্থী থাকায় মনোনয়ন প্রাপ্তিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে কৃষক শ্রমিক জনতালীগ প্রার্থী।


বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ হতে ইতিমধ্যে ভোটারদের দ্বারে প্রচারনায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম , পৌর আওয়ামীলীগের আহŸায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক মোঃ মোস্তফা খান রজিব, টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম তালহা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পক্ষে মনোনয়ন প্রত্যাশী গত পৌর-নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থান অর্জনকারী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ এনামুল করিম অটল এবং উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক মোঃ আবুল কালাম আজাদ পিন্টু।

একক প্রার্থী হিসেবে কৃষক শ্রমিক জনতালীগের পক্ষে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন গত পৌর নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী কৃষক শ্রমিক জনতালীগের বাসাইল উপজেলা সভাপতি মোঃ রাহাত হাসান টিপু।

বাসাইল পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত মোঃ মজিবুর রহমান , শারিরিক অসুস্থ্যতা জনিত কারনে আগামী পৌর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান।

৩টি রাজনৈকিত দলের অংশ গ্রহনে ত্রি-মূখী লড়াইয়ের দিকে ধাবিত হচেছ বাসাইল পৌরসভা নির্বাচন।
৮জন প্রার্থী বাসাইল পৌরসভার পরবর্তী কর্নধার হিসেবে মনোনয়ন প্রত্যশা করলেও সাধারন ভোটাররা চান সততা ও যোগ্যতার ভিত্তিতে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ১৮ মে বাসাইল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে পৌরসভাটি ‘খ’ শ্রেনীতে উন্নীত হয়েছে। পৌরসভাটিতে পুরুষ ভোটারের সংখ্যা ৭৮৪৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮৪৩৮ জন।