ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষ্যে শৈলকুপায় চলছে

সিনিয়র এএসপি তারেক আল মেহেদীর বিশেষ চেকপোষ্ট

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮ | ৪৪৯

ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় বিশেষ চেকপোষ্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ডে এ যাচাই কার্যক্রমে নেতৃত্বে দেয় শৈলকুপা সার্কেলের সিনিয়র এএসপি তারেক আল মেহেদী।

এসময় কাগজপত্র না থাকায় ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এতে সহযোগিতা করে স্কুলের শিক্ষার্থীরা।

শৈলকুপা সার্কেলের সিনিয়র এএসপি তারেক আল মেহেদী জানায়, বিশেষ ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ডে চেকপোষ্ট বসানো হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহযোগিতা করে। এসময় গাড়ির কাজগপত্র সঠিক না থাকায় ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অন্যদিকে সঠিক কাগজপত্র থাকা গাড়ীর চালকদের অভিনন্দন জানানো হয়।

চেকপোষ্টে শৈলকুপা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, এসআই জামিরুল ইসলাম ও এসআই হাদিউজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।