নাগরপুরে

মাদক জঙ্গীবাদ,ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১১ পিএম, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮ | ৫১৫

টাঙ্গাইলের নাগরপুরে মাদক জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধকল্পে সচেতনা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাগরপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে স্থানীয় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর থানার ইনর্চাজ (ওসি) মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধার সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ প্রমুখ। এ সময় বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।