টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইলে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিচার্স ইউনিট (রামরু) এর উদ্যোগে নিরাপদ অভিবাসন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট বুধবার সকালে শহরের রেজিষ্ট্রিপাড়া ব্যুারো’র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের উপ সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মো. কামরুজ্জামান, জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ, রামরু’র প্রেগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা ।
এসময় রামরু’র কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নিরাপদ অভিবাসনে জনসচেতনতামূলক কাজের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
