প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কালিহাতীতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭ পিএম, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮ | ৬৫৯

শিক্ষার্থীদের ৯ দফা দাবী মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০ টায় কালিহাতী কলেজ, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।

পরে কালিহাতী কলেজ চত্বরে কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ,কালিহাতী পৌর ছাত্রলীগের আহবায়ক রিফাত আল খালিদ রিমন, ,কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এইচ এল হৃদয়, কালিহাতী পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসান প্রমূখ।