মির্জাপুর ভারতেশ্বরী হোমসে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ৯৯৫

টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

রোববার সকালে ভারতেশ্বরী হোমসের পি পি এম হলে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২১শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রতীভা মুৎসুদ্দি, জেলা পরিষদ চেয়ারম্যানের পুত্র জেলা যুবলীগের সহসভাপতি খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল,ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতীভা হালদার, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়, সিনিয়র শিক্ষিকা লেখিকা হেনা সুলতানা প্রমুখ।

মতবিনিময় শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক ভারতেশ্বরী হোমসের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান।