টাঙ্গাইলে জেলা

সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোগী ও অসহায়দের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:০৫ পিএম, সোমবার, ৬ আগস্ট ২০১৮ | ৬০৭

টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালইজড ও জন্মগত হৃদরোগী এবং অসহায় দঃস্থদের মাঝে ১৮ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ৩৫ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালইজড্ ও জন্মগত হৃদরোগীদের মাঝে ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও ১০ জন অসহায় দঃস্থদের মাঝে ৭৮ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।